+880 1743-252390 || Email: office@bsfahs.edu.bd
সভাপতির বাণী

 

 

শিক্ষা এক নান্দনিক ও ধ্রুপদীধারার নির্মাণমুখী প্রক্রিয়া, যেখানে মানবকুসুমকে প্রস্ফুটিত করে পূর্ণতা দিতে হয়। এ মহান ব্রতে প্রয়োজন হয় দক্ষ নির্মাণশিল্পী, আর বিকাশ-বান্ধব এক সুস্থির পরিবেশের। তবেই মানবকুসুম পূর্ণতা পেয়ে মনুষ্যত্বের অমূল্য উপাদানে শোভিত হয় জীবন-মালঞ্চে।

ঠিক তেমনই এক স্বপ্নবাহী শিক্ষাকেন্দ্র বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়। প্রকৃতির অপরূপ ছায়াঘেরা পরিবেশে, মিরসরাই উপজেলার অন্তর্গত দারোগারহাট এলাকায় গড়ে উঠেছে এই বিদ্যাপীঠ। ১৯৬৮ সালে জনাব আলহাজ্ব ফকির আহমেদের উদ্যোগে প্রতিষ্ঠিত এ বিদ্যালয় আজ এক বিশ্বস্ত নাম — শিক্ষার আলো ছড়ানোয় এক নিরন্তর প্রয়াসী প্রতিষ্ঠান।

এখানে সুদক্ষ ও ব্রতী শিক্ষকের নিবেদিত পাঠদান, শিক্ষার উপযোগী পরিবেশ এবং ছাত্রবান্ধব পরিকাঠামো মিলিয়ে গঠিত হয়েছে এক মননশীল শিক্ষার ক্ষেত্র। বিদ্যালয়ের পরিপাটি আঙ্গিনা, সুশৃঙ্খল পাঠক্রম, আধুনিক খেলাধুলা ও সুষ্ঠূ সংস্কৃতিক চর্চার পাশাপাশি নৈতিকতা-ভিত্তিক দৃষ্টিভঙ্গি ও উন্নত জীবনচর্চার আবহে শিক্ষার্থীরা প্রস্ফুটিত হয় সততা, জ্ঞান ও মানবিকতার আলোয়।

বামন সুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয় শুধু জ্ঞানার্জনের স্থান নয়, বরং এক নির্মাণশালা — যেখানে প্রতিটি শিক্ষার্থী তার সম্ভাবনার গভীরতম স্তর ছুঁয়ে মানুষ হয়ে ওঠে, ভবিষ্যতের জন্য প্রস্তুত হয় ভবিষ্যতের  জন্য।